বন্ড ইস্যু করবে ইউসিবি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৯ ২৩:১৯:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ ৮০০ কোটি টাকার ইউসিবি ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। আজ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি টায়ার-২ মূলধন শক্তিশালী করার জন্য বন্ড ইস্যু করবে। বন্ডটির নাম হবে ইউসিবি ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ ৭ বছর।
বন্ডের বৈশিষ্ট্য হবে নন কনভার্টেবল, নন লিস্টেড, রিডিমেবল বন্ড।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এই বন্ড ইস্যু করবে।