সুপারব্র্যান্ডস-বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করলো আইপিডিসি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০২ ১৯:৪৩:৪৬
১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়্যাল সার্ভিসেস সেক্টর ক্যাটাগরিতে ‘সুপারব্র্যান্ডস-বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করেছে। গত ১ সেপ্টেম্বর, রাজধানীর র্যাডিসন ব্ল ওয়াটার গার্ডেন হোটেলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিআইডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। আইপিডিসি’র পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস মো.কায়সার হামিদ। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আইপিডিসি’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব ডিস্ট্রিবিউশন সাভরিনা আরিফিন; সিনিয়র এক্সিকিউটিভ-ব্র্যান্ড এন্ড করপোরেট কমিউনিকেশন আফিফা সুলতানা ও জয়ন্ত সেন।
নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়্যাল ইনস্টিটিউশন (এনবিএফআই) ব্র্যান্ড হিসেবে অনন্য অবদান রাখা এবং বাংলাদেশের জনপ্রিয় এনবিএফআই ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে দ্রুত প্রসারমান ও যথাযথ পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ আইপিডিসি এই অ্যাওয়ার্ডটি অর্জন করেছে। এবছর ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির মোট ৩১টি ব্র্যান্ডকে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
উল্লেখ, যেসব ব্র্যান্ড নির্দিষ্ট এজেন্ডা তৈরি করে, এজেন্ডা বাস্তবায়নের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড গুলোকে পার করে একটি আকর্ষণীয় ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে সেসব ব্র্যান্ডের জন্য একটি অনন্য বেঞ্চমার্ক হলো ‘সুপারব্র্যান্ডস’। বড় পরিসরে একটি গবেষণা প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার ব্র্যান্ডের মধ্য থেকে ডিরেক্ট-টু-কনজ্যুমার এবং বিজনেস-টু-মার্কেট উভয় ক্ষেত্রে প্রতিবছরই সুপারব্র্যান্ড নির্বাচন করা হয়। শুধুমাত্র সেরা ব্র্যান্ডগুলো ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনন্য এবং ভিন্নধর্মী প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করে এবং সম্মানিত করে। যুক্তরাজ্যে দি সেন্টার ফর ব্র্যান্ড অ্যানালাইসিস এর লাইসেন্সে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “১৯৮১ সালে পথচলার শুরু থেকেই আইপিডিসি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। ২০১৬ সালের শেষের দিকে রি-ব্র্যান্ডিং প্রতিষ্ঠানকে অনন্য মাত্রায় নিয়ে গেছে এবং অসাধারণ ব্র্যান্ডে পরিণত করেছে। এই সম্মানজনক অর্জনে আমরা গর্বিত এবং মাহজাবীন ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ব্র্যান্ড এন্ড করপোরেট কমিউনিকেশন দলের অসাধারণ প্রচেষ্টা ও আমাদের সম্মানিত স্টেকহোল্ডারদের কাছে আমরা ঋণী”।