[caption id="attachment_1731" align="aligncenter" width="800"] ফাইল ছবি[/caption]
খালেদা জিয়া বিদেশে বসে দেশে গুপ্তহত্যা পরিচালনা করছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্লগার, লেখক আর এখন প্রকাশক হত্যাও এই গুপ্তহত্যার অংশ বলে উল্লেখ করেন তিনি।
সোমবার বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন হত্যাকাণ্ডে এখন যাদের আটক করা হচ্ছে তারা ছাত্রজীবনে ছাত্রশিবির করেছে অথবা বিএনপির কর্মী। দেশকে অস্থিতিশীল প্রমাণের জন্য একের পর এক হত্যা করা হচ্ছে। আর বিদেশে বসে এই গুপ্তহত্যায় মেতেছেন খালেদা জিয়া।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীতে দুই প্রকাশক নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। এসময় একজন ব্লগারসহ আরো দু’জনও আহত হয়েছিল। এর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার আলামত পাচ্ছে গোয়েন্দারা। তবে সরকারের পক্ষ থেকে জঙ্গির আড়ালে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার কথা দাবি করছে।
এর আগে ব্লগার হত্যা, চেকপোস্টে পুলিশ হত্যা, তাজিয়া মিছিলের প্রস্তুতি সমাবেশে হামলা ও অন্যান্য নাশকতার জন্য লন্ডন অবস্থানরত খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে দায়ী করে বক্তব্য দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী ও সরকারের এমপি-মন্ত্রীরা।