ডলারের বাজার হঠাৎ অস্থির
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৯-০৪ ২১:৩৫:৫১
অস্বাভাবিক আমদানিতে বাড়ছে ডলারের চাহিদা। সে সুযোগে কিছু অসাধু ব্যাংক অতিমুনাফার লোভে বাড়িয়ে দিয়েছে বৈদেশিক এই মুদ্রার দাম। সোমবারও ডলারের সর্বোচ্চ দর ছিল ৮৬ টাকা ৪০ পয়সা। এতে আমদানিকারক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে যে হারে আমদানি বাড়ছে সে হারে রফতানি ও রেমিটেন্স না বাড়ায় অর্থপাচারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।