আগস্টে ১৪১ কোটি ডলারের রেমিটেন্স

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৯-০৪ ২১:৩৪:১১


চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ১৪১ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৮০৮ কোটি টাকা।
(প্রতি ডলার ৮৩ টাকা ৭৫ পয়সা ধরে) এটি জুলাইয়ের তুলনায় ৭ দশমিক ২২ শতাংশ বেশি। আর আগের বছরের একই মাসের সমান।
এর আগে টানা দুই অর্থবছর কমে যাওয়ার পর গত অর্থবছর রেমিটেন্সে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়। ব্যাংকিং চ্যানেলে এবারও আগের চেয়ে রেমিটেন্স বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।
অর্থবছরের প্রথম দুই মাসে ২৭৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১৯ কোটি ডলার বা ৭ দশমিক ৬৬ শতাংশ বেশি।
মূলত হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ এবং ডলারের দরবৃদ্ধির ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
২০১৫-১৬ ও ১৬-১৭ অর্থবছরে রেমিটেন্স কমার পাশাপাশি আমদানি ব্যাপক বৃদ্ধির ফলে চাপে রয়েছে বৈদেশিক মুদ্রাবাজার।