পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট আরিফ আলভী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৪ ২১:৪৮:৪১


বেসরকারিভাবে পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ(পিটিআই) নেতা আরিফ আলভী। পাকিস্তানের জাতীয় এসেম্বলি এবং সিনেটের হিসাব অনুযায়ী ৪২৪টি ভোট এর মধ্যে আরিফ আলভী পেয়েছেন ২১২টি ভোট, ফজল পেয়েছেন ১৩১ ভোট, আইতজাজ পেয়েছেন ৮১টি ভোট এবং ৬টি ভোট বাতিল করা হয়েছে। খবর ডনের।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

উল্লেখ, পাকিস্তানের নির্বাচন কমিশন শিডিউল অনুযায়ী বুধবার সরকারিভাবে প্রেসিডেন্ট ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

ড. আরিফ আলভী প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ছাত্রজীবনে লাহোরের একটি ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

১৯৬৯ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনামলে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন আলভী। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য।

২০০১ সালে পিটিআই’য়ের সহ-সভাপতি এবং পরে ২০০৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলভী।

আলভি বলেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে পিটিআই আমাকে মনোনয়ন দিয়েছে। আজ প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে আমি জয়লাভ করেছি। তিনি বলেন, আমি সব সময় ইমরান খানকে ধন্যবাদ জানাই এমন বড় দায়িত্বের জন্য আমাকে মানোনীত করেছেন।

তিনি আরও বলেন, আজ থেকে আমি কেবল পিটিআই মনোনীত প্রেসিডেন্টই নই, আমি সমগ্র জাতি এবং সব দলের প্রেসিডেন্ট। প্রতিটি দলেরই আমার উপর সমান অধিকার রয়েছে।