ভিএফএস থ্রেডের লেনদেন শুরু কাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৮ ১০:০৯:৫৯

ভিএফএস থ্রেড ডাইংয়ের লেনদেন আগামীকাল (৯ সেপ্টম্বর) শুরু হবে। ওইদিন কোম্পানিটির শেয়ার শেয়ারবাজারে “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ভিএফএসটিডিএল”। আর কোম্পানি কোড হবে ১৭৪৭৮।
এর আগে গত ১৩ আগস্ট ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। যার জন্য গত ১৯ জুলাই কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান হয়।
ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করবে। এ টাকা দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে। এক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দেয় কমিশন।
ভিএফএস থ্রেড ডাইংয়ের ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসের ব্যবসায় মুনাফা কমেছে ২৩ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.০৪ টাকা। কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের ৯ মাসে নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৪১ লাখ টাকা বা ইপিএস ১.৫০ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৯ কোটি ৬৪ লাখ টাকা বা ইপিএস ১.৫৪ টাকা।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৬১ লাখ টাকা বা ইপিএস ০.৭৩ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৪ কোটি ৭০ লাখ টাকা বা ইপিএস ০.৭৫ টাকা। এ হিসাবে নিট মুনাফা কমেছে ৯ লাখ টাকা বা ইপিএস ০.০২ টাকা।
চলতি বছরের ৩০ জুন ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ারপ্রতি নিট সম্পদ(এনএভিপিএস)দাড়িঁয়েছে ২১.৪০ টাকায়। যা আইপিওতে ইস্যুকৃত ২ কোটি ২০ লাখ শেয়ার বিবেচনায় নিলে হয় ১৮.৪৪ টাকা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













