শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি হলেন মহব্বত উল্লাহ
প্রকাশিত - সেপ্টেম্বর ১০, ২০১৮ ১১:২৮ এএম
কর্মসংস্থান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ মহব্বত উল্লাহ।
সম্প্রতি তিনি কর্মসংস্থান ব্যাংকে এই পদে যোগ দিয়েছেন। কর্মসংস্থান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি পল্লী সঞ্চয় ব্যাংকে একই পদে দায়িত্ব পালন করেন। তিনি ইতোপূর্বে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং আনসার-ভিডিপি ব্যাংকে মহাব্যবস্থাপক পদে কর্মরত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার শুরুতেই তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক উক্ত ব্যাংকে যোগদান করেন। মহব্বত নব প্রতিষ্ঠিত ব্যাংকটির বিভিন্ন নীতি-নির্ধারণী সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৮৪ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অর্জুনচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞানে এম,এস,সি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সিমপোজিয়ামে অংশ গ্রহণ করেছেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.