চাঁদপুরসহ চার সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-০৯-১০ ১৩:২৪:২০
চাঁদপুর,নেত্রকোনা, নওগাঁ এবং মাগুরা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এ নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সহযোগী অধ্যাপক ডা. এ কে এম সাদিকুল আজমকে নেত্রকোনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি অধ্যাপক (শিশু সার্জারি) ডা. জামাল সালেহ উদ্দীন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল বারী নওগাঁ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন এবং ফরিদপুর মেডিকেল কলেজে অধ্যাপক ডা. অলোক কুমার সাহাকে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।