শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
রানার অটোমোবাইলসের ৮১ টাকায় বিডিং শুরু
প্রকাশিত - সেপ্টেম্বর ১০, ২০১৮ ৭:৩৭ পিএম
রানার অটোমোবাইলসের ৮১ টাকায় বিডিং শুরু
রানার অটোমোবাইলসের বিডিং শুরু হয়েছে ৮১ টাকা দিয়ে। সোমবার বিকাল ৫টায় শুরু হওয়া বিডিংয়ে ১জন বিডার এই দর প্রস্তাব শুরু করেছেন। কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারনের লক্ষ্যে এই বিডিং চলবে টানা ৭২ ঘন্টা বা ১৩ সেপ্টেম্বরের বিকাল ৫টা পযন্ত। এর আগে ১০ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিং অনুমোদন দেয়।
ডিএসই সূত্র মতে, বিডিংয়ে ১জন বিডার প্রতিটি শেয়ার ৮১ টাকা করে ১ লাখ ৫৪ হাজার ৩০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন। যার মোট দর ১ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৩০০ টাকা।
এছাড়াও ৮০ টাকায় আরও দুটি বিড হয়েছে। এদের শেয়ারের সংখ্যা হলো ৪ লাখ ৪৬ হাজার ৭০০টি। যা বাজার মূল্য ৩ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার।
রানার অটোমোবাইলস লিমিটেড পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এরমধ্যে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৬২ কোটি ৫০ লাখ টাকা। এই বরাদ্দকৃত টাকার উপরে বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত হবে কাট-অফ প্রাইস।
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। ৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৫৫.৭০ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পত্তি (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) দাঁড়িয়েছে ৪১.৯৪ টাকা। আর কর পরবর্তী ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.