পশ্চিমবঙ্গের তিন দশকের স্পিকার হাশিম আর নেই
আপডেট: ২০১৫-১১-০২ ১৯:৩৯:৩২
পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার হাশিম আব্দুল হালিম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। সোমবার সকাল সোয়া ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন পশ্চিবঙ্গ বিধানসভায় একটানা ২৯ বছর দায়িত্বপালনকারী এই রাজনীতিক। সোমবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে যায়। এরপর তাকে রয়েড স্ট্রিটের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাবেক স্পিকার হাশিম আব্দুল হালিমের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন। শোকপ্রকাশ করেছেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও।
১৯৭৭ সালে সিপিএম প্রার্থী হিসেবে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে বিধানসভায় নির্বাচিত হন হালিম। এরপর তিনি ছয়বার বিধানসভা নির্বাচনে জিতেছেন। তবে শেষ পাঁচ বছর তিনি এন্টালির বিধায়ক ছিলেন। প্রথমবার বিধায়ক হয়েই আইনমন্ত্রীর দায়িত্ব সামলান। প্রথম পাঁচ বছর সেই গুরুভার সামলানোর পর ফের জিতে বিধানসভায় পেলেন নতুন দায়িত্ব। ১৯৮২ সালে হালিম বিধানসভার স্পিকার নির্বাচিত হন। সেই থেকে ২০১১ সালে রাজ্যের শাসক্ষমতায় পালাবদলের আগে পর্যন্ত তিনি বিধানসভার স্পিকারের দায়িত্ব পালন করেন।
প্রায় ২৯ বছর একটানা স্পিকারের দায়িত্ব সামলেছেন হালিম। মৃত্যুকালে হালিম স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে রেখে গেলেন।
সানবিডি/ঢাকা/রাআ