বাজারে আসুসের টিঙ্কারবোর্ড নিয়ে এলো গ্লোবালব্র্যান্ড
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৬ ২১:৪৯:৪৭

আসুসের সর্বাধুনিক সিঙ্গেলবোর্ড কম্পিউটার (এসবিসি) টিঙ্কারবোর্ড সম্প্রতি বাজারে নিয়ে এলো গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
এই কম্পিউটারটি সরাসরি প্রতিযোগিতা করে জনপ্রিয় এসবিসি সিস্টেম রাস্পবেরি পাই এর সাথে। সাম্প্রতিক সময় এসবিসি সিস্টেম এর বেশ ভাল জনপ্রিয়তা লক্ষ্য করা যায় শৌখিন রোবোটিক ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার এবং বৈজ্ঞানিক প্রজেক্ট নির্মাতাদের মধ্যে।
টিঙ্কারবোর্ডের নিজস্ব অপারেটিং সিস্টেম টিঙ্কার ওএস খুব সহজেই নিজের মত করে পরিবর্তন ও পরিবর্ধন করে নেয়া যায়। সাথে আরও রয়েছে অ্যান্ড্রয়েড ওএস ব্যবহারের সুবিধা।
টিঙ্কারবোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ হাজার ৯০০ টাকা এবং ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই টিঙ্কারবোর্ডটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ডের যেকোন শাখায় অথবা নির্ধারিত ডিলার হাউজে। বিস্তারিত জানতে ফোন করুন: ০১৯৬৯৬৩৩১৯৫, ০১৭২৯২০০৩০০ নম্বরে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













