বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের কমিটি গঠন
প্রকাশিত - সেপ্টেম্বর ১৮, ২০১৮ ৭:৪৩ পিএম![]()
সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ কমিটি সার্বক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।
কমিটি গঠন করে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়কে বলা হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর পাঠানো চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তায় চার সদস্যের ‘সাইবার নিরাপত্তা টিম’ গঠন করা হয়েছে।
চার সদস্যের এ কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেমস ম্যানেজার মুহাম্মদ ইসহাক মিয়া, সিনিয়র সিস্টেমস এনালিস্ট মসিউজ্জামান খান, সিনিয়র মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাউহিদুল আলম ও মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার ফাহাদ জামান চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ কম্পিউটারে সেন্সর বসিয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানতে পারে যে, বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ কম্পিউটারে বিশেষ ম্যালওয়ার বসিয়ে অনবরত তথ্য হাতিয়ে নিচ্ছে চীন, জাপান, রোমানিয়া ও আজারবাইজানের হ্যাকাররা।
এ তথ্য তুলে ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ ব্যাংককে সতর্ক করে। বিষয়টি জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও চিঠি দেন তিনি। পরে তথ্য পাচার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চান অর্থমন্ত্রী। এ প্রেক্ষিতেই সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংক কমিটি গঠন করেছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.