আগামী ডিসেম্বরে স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, এ জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান সিইসি। নারী ভোটারদের বেশি করে নিবন্ধনে সহায়তা ও মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার লক্ষ্যে এ মতবিনিময় বলে জানান সিইসি।
নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর এ বিধানের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সব পৌরসভায় এক দিনে নির্বাচন হবে না বলে জানান তিনি।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, “ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি চলমান প্রক্রিয়া। যারা বাদ পড়েছেন, তাদের জন্য নির্বাচন কমিশনের দুয়ার খোলা আছে।”
রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানীদের ভোটার হওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “তালিকা তৈরির পর ২০১৬ সালের ২ জানুয়ারি থেকে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন কার্যালয়েও তা টাঙিয়ে দেওয়া হবে,যাতে কারও বিরুদ্ধে আপত্তি থাকলে চিহ্নিত করা যায়। এরপর যাচাই-বাছাই করা হবে।”
সানবিডি/ঢাকা/রাআ