আর নাইট উপাধি দেবে না অস্ট্রেলিয়া
আপডেট: ২০১৫-১১-০২ ২০:৪৯:২৭
সম্মাননা হিসেবে অস্ট্রেলিয়া আর কাউকে নাইট উপাধি দেবে না। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোববার এ ঘোষণা দিয়েছেন।
টার্নবুল বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়ার জন্য এ ধরনের উপাধি দেওয়া ‘যুক্তিযুক্ত নয়।’ রানি এলিজাবেথ উপাধি বাদ দেওয়ার মন্ত্রিসভার এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
২০১৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট নাইট উপাধি দেওয়ার পুনঃপ্রবর্তন করেছিলেন। এরই অংশ হিসেবে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফররত ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স ফিলিপকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। ওই সময় এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন অ্যাবট। গত সেপ্টেম্বরে লিবারেল পার্টির নেতৃত্ব হারানোর পর প্রধানমন্ত্রীর পদও হারান অ্যাবট।
বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ১৯৯০ সালের দিকে অস্ট্রেলিয়ায় সাংবিধানিকভাবে ব্রিটেনের রানির শাসন অবসানের জন্য প্রচার আন্দোলন চালিয়েছিলেন। তবে ওই সময় টার্নবুলের এই আন্দোলন ব্যর্থ হয়।
রোববার এক বিবৃতিতে টার্নবুল বলেন, ‘নিজেদের সম্প্রদায়ের বাইরে পরিচিত নয় এমন অখ্যাত বীরসহ অনেক অস্ট্রেলীয়কে সম্মাননা জানানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পদক। তবে তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আধুনিক অস্ট্রেলিয়ায় নাইটহুড ও ডেমহুড উপাধি দেওয়া যুক্তিযুক্ত নয়।’
সূত্র : বিবিসি
সানবিডি/ঢাকা/রাআ