ভিক্ষা চাওয়ায় জুটল মন্ত্রীর লাথি!
প্রকাশ: ২০১৫-১১-০২ ২১:০৩:৪৯
মন্ত্রী তখন গাড়িতে উঠবেন। ঠিক তার আগে হাঁটু গেড়ে বসে তার কাছে ভিক্ষা চেয়েছিল ছোট্ট একটি ছেলে। বিনিময়ে ভিক্ষা তো দূরের কথা, জুটল লাথি আর মন্ত্রীর দেহরক্ষীদের ধাক্কা।
এই ন্যক্কারজনক আচরণের জন্য সমালোচনার মুখে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের পশুপালন মন্ত্রী কুসুম মেহদেল।
রোববার পান্না এলাকায় সফরে গিয়েছিলেন কুসুম মেহদেল। ফেরার পথে এক কিশোর ভিক্ষুক মন্ত্রীর পায়ের কাছে মাথা ঠেকিয়ে ভিক্ষা চেয়েছিল। মন্ত্রী তার দিকে ভ্রুক্ষেপও করেননি। বরং পা দিয়ে ওই কিশোরকে সরিয়ে তিনি গাড়ির দিকে এগিয়ে যান। এ সময় মন্ত্রীর দেহরক্ষীরা একরকম টেনেহিঁচড়ে ওই কিশোরকে সরিয়ে দেন।
এর আগেও নিজের বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি করেছেন কুসুম মেহদেল। গত মার্চে রাজ্যের বন অধিদপ্তরকে প্রস্তাব দিয়েছিলেন, বাঘ-সিংহকে যেন গৃহপালিত পশু হিসেবে রাখার অনুমতি দেওয়া হয়।
গত মে মাসে এয়ারকন্ডিশন বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কিট হাউসে অবস্থানের সময় মন্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটেছিল। সে জন্য দুই প্রকৌশলীকে বরখাস্ত করেছিলেন তিনি।
সানবিডি/ঢাকা/রাআ