চার ব্যাংকের ২১০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২০:৪৬:৪১
চার ব্যাংককে ২১০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংক ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এছাড়া সোস্যাল ইসলামী ব্যাংক ৫০০ কোটি টাকার, ডাচ-বাংলা ব্যাংক ৫০০ কোটি টাকার ও ওয়ান ব্যাংক ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেয়েছে।
ব্যাংকগুলো ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করবে। টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য ব্যাংকগুলো এই বন্ড ইস্যু করবে। এক্ষেত্রে ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে দায়িত্ব পালন করবে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর ওয়ান ব্যাংকের বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে দায়িত্ব পালন করবে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল ও আরএসএ অ্যাডভাইজারি।
ব্যাংকগুলোর বন্ড আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, বিদেশী উন্নয়ন সহযোগি আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এক্ষেত্রে প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।