এআইবিএলের নতুন এমডি ও সিইও ফরমান আর চৌধুরী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০১ ০৯:২৩:০২


বিশিষ্ট ব্যাংকার ফরমান আর চৌধুরী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে পাঁচ বছর এবং ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে ছয় বছর দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী ফরমান আর চৌধুরী ১৯৮৬ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি দীর্ঘ ১২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডে প্রথম শাখা ব্যবস্থাপক পদে যোগদান করেন। ২০১৩ সাল পর্যন্ত তিনি এ ব্যাংকে কর্মরত ছিলেন।

ব্যাংকিং অপারেশন, বিশেষ করে ক্রেডিট ও মার্কেটিং কার্যক্রমে ফরমান আর চৌধুরীর রয়েছে অপার অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া দেশ-বিদেশে ব্যাংকিং ও আর্থিক খাত-সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি