৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১০-০২ ১৪:২৬:৩৩

২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এ পূর্বাভাস গত অর্থবছরের প্রবৃদ্ধির চেয়ে সামান্য বেশি।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে চলতি অর্থবছর (২০১৮-২০১৯) দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ।
বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ ও বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান এ সময় উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












