ভাগ্যগুণে বেঁচে গেছেন ১৬ যাত্রী
প্রকাশ: ২০১৫-১১-০৩ ১০:৩২:২৬
অনেকটা বরাত জোরেই বেঁচে গেছেন বিধ্বস্ত রুশ বিমানের ১৬ যাত্রী। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে টিকেট বাতিল করায় তারা ওই দুর্ঘটনা থেকে রক্ষা পান। শনিবার ২২৪ আরোহী নিয়ে মিশরের সিনাই থেকে পিটার্সবার্গ যাওয়ার পথে ভেঙে পড়ে মেট্রোজেট এয়ার লাইন্সের ৯২৬৮ ফ্লাইটটি। এই দুর্ঘটনায় বিমানের সকল আরোহী প্রাণ হারিয়েছেন।
সোমবার ওই এয়ার লাইন্সের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, সিনাইয়ের শার্ম আল শেখ অবকাশকেন্দ্র থেকে পিটার্সবার্গ যাওয়ার কথা ছিল আরো ১৬ জনের। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তারা তাদের টিকেট ক্যান্সেল করান। তারা ঠিক কি কারণে টিকেট বাতিল করেছিল তিনি তা জানাতে পারেননি।
ওই ১৬ জনের একজন হলেন ইকতারিনা গুনিনেন। তিনি তার ছেলেবন্ধুর সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র শার্ম আল শেখে ছুটি কাটাতে গিয়েছিলেন। শনিবার তার মেট্রোজেটের বিমানে করে পিটার্সবার্গ ফেরার কথা ছিল। কিন্তু কিছু টাকা বাঁচানোর ধান্ধায় তিনি শেষে মুহূর্তে টিকেট বাতিল করেন। তিনি মেট্রোজেটের টিকেট ক্যান্সেল করে অপেক্ষাকৃত কম টাকায় অন্য বিমানের টিকেট কেটে দেশে ফেরেন।
এ সম্পর্কে তিনি স্থানীয় ‘রাশিয়া টুডে’ পত্রিকাকে জানিয়েছেন,‘ওই ফ্লাইটে ওঠলে কি হত আমি জানিনা। হয়ত অন্য আরোহীদের সঙ্গে আমিও মারা যেতাম।’ দেশে ফেরার আগে মিশর থেকে ফোন করে মাকে নিজের বেঁচে থাকার খবর জানাতে ভোলেননি ইকতারিনা।