কলকাতা মেডিকেল কলেজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০৩ ১০:১৬:২০


আজ (বুধবার) সকালে কলকাতা মেডিকেল কলেজে বড় ধরনের আগুন লেগেছে বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। জানা গেছে, হাসপাতালের ভেতর একটি ওষুধের দোকানে এই আগুনের সূত্রপাত। এরপরই পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। ফায়ার সার্ভিসকর্মীরা কাপড়ে মুড়িয়ে রোগীদের অন্যত্র সরিয়ে নেন।