শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সিলভা ফার্মার লেনদেন বুধবার!
প্রকাশিত - অক্টোবর ৩, ২০১৮ ৮:৫৩ পিএম
আগামী বুধবার হতে পারে সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি শেষ হওয়া সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। গত ৩০ আগস্ট বৃহস্পতিবার কোম্পানিটির আইপিও লাটারি অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসইর এক উর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, আগামী বুধবার (১০ অক্টোবর) একটি সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়টি এখনো চুড়ান্ত নয়।
এর আগে গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল। যা চলে ৫ আগস্ট পর্যন্ত। গত ১১ জুন বিএসইসির ৬৪৭তম কমিশন সভায় সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন দেয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করবে কোম্পানিটি।
আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মান, ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.