অভিনেত্রী তনুশ্রী দত্ত গতকাল বৃহস্পতিবার আইনি নোটিশ পেয়েছেন। অভিনেতা নানা পাটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আইনজীবীরা পাঠিয়েছেন এই নোটিশ। সম্প্রতি তনুশ্রী দত্ত তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।
আইনি নোটিশ পেয়ে তনুশ্রী একটি বিবৃতিতে বলেন, ‘দুটি আইনি নোটিশ পেয়েছি আজ (গতকাল)। একটি নানা পাটেকরের কাছ থেকে, অন্যটি বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে। এটা হলো ভারতে যৌন হেনস্তা, অপমান ও অবিচারের বিরুদ্ধে কথা বলার পুরস্কার।’
সম্প্রতি তনুশ্রী দত্ত অভিযোগ করেন, বলিউড সিনেমা হর্ন ওকে প্লিজ করতে গিয়ে নানা পাটেকর তাঁকে যৌন হেনস্তা করেছেন। এ ছাড়া তিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও একই অভিযোগ আনেন। এই অভিযোগ আনার পর তনুশ্রীর বাড়িতেও হামলা হয়েছে বলে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী। একটি রাজনৈতিক দল থেকেও নাকি তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।
হলিউডে ‘#মিটু’ আন্দোলন দিয়ে বেশ শোরগোল পড়ে গেলেও বলিউড ছিল নীরব। এতে কেউ কেউ বলিউড অভিনেতাদের গা বাঁচিয়ে চলার দিকে আঙুল তুলেছিলেন। তনুশ্রী যেন তাঁর কথায় সেদিকেই ইঙ্গিত দিলেন। তিনি বলেন, ‘এই একই পরিবেশের জন্য ১০ বছর আগে দূরে চলে গিয়েছিলাম। আপনি জানতে চেয়েছিলেন না? কেন ভারতে “#মিটু” আন্দোলন জোরদার হয় না? এই কারণে।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।