রাপুর নতুন মাল্টি মোডকম্বো কীবোর্ড-মাউস এখন বাজারে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৯ ১০:৫৮:৫৬

রাপু বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো মাল্টি মোডওয়্যারলেস কম্বো ৮১০০এম।
নতুন ও অত্যাধুনিক এই কম্বোতে রয়েছে মাল্টি মোডকী বোর্ড ও মাউস (ওয়্যারলেস ২.৪জি, ব্লুটুথ ৩.০, ব্লুটুথ৪.০ ও রিয়েলটাইমডিপিআইবাটন)।
যার মাধ্যমে একই সাথে একাধিক ডিভাইজে কাজ করা যাবে। এর মাল্টি ফাংশনের কারনেই বর্তমানে এই কম্বো গ্রাহকদের নজর কেড়েছে।
এই কম্বোটিতে রয়েছে মাল্টিমিডিয়া হট-কী যাতে উল্লেখ্য রয়েছে মিডিয়া প্লেয়ার, হোমপেইজ ও ভলিউম এডজাস্টমেন্টের সুবিধা। এই মাউসটিতে আরও রয়েছে লেজারসেন্সর ও ১৩০০ ডিপিআই ট্রাকিং ইঞ্জিন।
শুধু তাই নয় এর ব্যাটারি লাইফের জন্য বাজারে এই কম্বোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
এছাড়াও এর আরামদায়ক আকৃতির ফলে এটি ব্যবহারেও রয়েছে বিশেষ সুবিধা। আর এতসব আকর্ষণীয় বৈশিষ্টসহ কীর্বোড ও মাউস কম্বোটি পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ২৫০ টাকায়।
২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই কীর্বোড ও মাউস কম্বোটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৭৭৪৭৬৪৯২







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













