জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণীর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার ‘ডি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৮৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দিতা করবেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। আগামী শুক্রবার বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত রাজধানীর ২৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৫০০০০১ থেকে ১৫০৭৩১৬ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ১৫০৭৩১৭ থেকে ১৫০৮৬১৬ পর্যন্ত পোগোজ স্কুলে (জবি ক্যাম্পাস), ১৫০৮৬১৭ থেকে ১৫০৯৮১৬ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে (লক্ষ্মীবাজার), ১৫০৯৮১৭ থেকে ১৬১০৮৬৬ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার), ১৫১০৮৬৭ থেকে ১৫১২০৬৬ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট), ১৫১২০৬৭ থেকে ১৫১৩৪৫৩ পর্যন্ত এবং ২৫০০০০১ থেকে ২৫০১৬১৩ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার), ২৫০১৬১৪ থেকে ২৫০৪৪১৩ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে (নাজিম উদ্দিন রোড), ২৫০৪৪১৪ থেকে ২৫০৭৭১৩ পর্যন্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে (বকশিবাজার), ২৫০৭৭১৪ থেকে ২৫০৯১৬৫ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে (আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ২৫০৯১৬৬ থেকে ২৫১০১৬৫ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুলে (ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত), ২৫১০১৬৬ থেকে ২৫১১৪৬৫ পর্যন্ত আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজে, ২৫১১৪৬৬ থেকে ২৫১৩৫৬৫ পর্যন্ত ঢাকা সিটি কলেজে, ২৫১৩৫৬৬ থেকে ২৫১৫৭০৯ পর্যন্ত আইডিয়াল কলেজে (৬৫ সেন্টাল রোড, ধানমন্ডি), ২৫১৫৭১০ থেকে ২৫১৭১০৯ পর্যন্ত নিউ মডেল ডিগ্রি কলেজে (শুক্রাবাদ), ২৫১৭১১০ থেকে ২৫১৯১০৯ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল ও কলেজে (মোহাম্মদপুর), ২৫১৯১১০ থেকে ২৫২০৬০৯ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর), ২৫২০৬১০ থেকে ২৫২১৬০৯ পর্যন্ত লালবাগ মডেল স্কুল এন্ড কলেজে (লালবাগ), ২৫২১৬১০ থেকে ২৫২৫১০৯ পর্যন্ত উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে (কাকরাইল), ২৫২৫১১০ থেকে ২৫২৬৯০৯ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল), ২৫২৬৯১০ থেকে ২৫২৮১০৯ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল), ২৫২৮১১০ থেকে ২৫৩০১০৯ পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে (নিউ বেইলি রোড), ২৫৩০১১০ থেকে ২৫৩১৬০৯ পর্যন্ত ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে (গেন্ডারিয়া), ২৫৩১৬১০ থেকে ২৫৩৩২০৯ পর্যন্ত কে এল জুবিলী স্কুল এন্ড কলেজে (৩৯ নর্থ ব্রুক হল রোড), ২৫৩৩২১০ থেকে ২৫৩৪৮৭৭ পর্যন্ত সেগুন বাগিচা হাই স্কুল (তোপখানা রোড) এবং ২৫৩৪৮৭৮ থেকে ২৫৩৬৪৭৭ পর্যন্ত মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ (নুরজাহান রোড, মোহাম্মদপুর) রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস