শিবসেনার ভয়ে হোটেলবন্দী ইমরান তাহির
আপডেট: ২০১৫-১১-০৩ ১৯:১৫:৪০
ভারতের উগ্রবাদী হিন্দু সংস্থা শিবসেনার আক্রমণের আশঙ্কায় হোটেলবন্দী দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার ইমরান তাহির। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, খাবার-দাবারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাকে। শুধু ইমরান তাহির নন, দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড় হোটেলে গরুর মাংসের অর্ডার দিচ্ছেন না।
সেখানে ইমরান তাহির নিরামিষ খাচ্ছেন উল্লেখ করে এনডিটিভি জানায়, ইমরান তাহির ও তার স্ত্রী মুম্বাইয়ে নিরামিষ খাচ্ছেন। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় মূলত ইমরান তাহিরের ওপর শিবসেনার হামলার আশঙ্কা করছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। তাই তাকে হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
ভারতে গরুর মাংস খাওয়া না-খাওয়া নিয়ে এখন উত্তেজনা চলছে ভারতে। উগ্রপন্থী শিবসেনা গরু জবাই ও গোমাংস খাওয়া ‘নিষিদ্ধ’ করেছে সেখানে। ভারতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় পাকিস্তানের হাত রয়েছে দাবি করে সে দেশের নাগরিদের প্রতি অসহিষ্ণু আচরণ করছে তারা।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের একটি সূত্র এনডিটিভিকে জানায় ‘টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে মুম্বাইয়ের হোটেল থেকে ইমরান তাহিরকে বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জন্মসূত্রে ইমরান তাহির পাকিস্তানি। তাই তার অতিরিক্ত নিরাপত্তার জন্য টিম ম্যানেজমেন্ট এই ব্যবস্থা নিয়েছে।”
ওই সূত্র আরো জানায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে কেনাকাটা করতে চেয়েছিলেন তাহির। দর্শনীয় স্থান ‘হাজি আলী দরগাহ’তেও যেতে চেয়েছিলেন। সেসব পরিকল্পনা বাদ দিতে হয়েছে।”
ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়ন্টি সিরিজ ২-০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ৫ নভেম্বর শুরু হবে চন্ডিগড়ের মোহালিতে। তাই এখন দক্ষিণ আফ্রিকা দল মুম্বাইয়ে।
সানবিডি/ঢাকা/রাআ