এডাটার আকর্ষণীয় পাওয়ার ব্যাংক পি৫০০০ এখন বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৭ ১১:৪৬:২০


গ্লাবাল ব্র্যান্ড প্রা: লি: বাজার নিয় এলা এডাটা পি৫০০০ মডলর নতুন পাওয়ার ব্যাংক। নতুন এই পাওয়ার ব্যাংকটিত রয়ছ ইউভি লাইট যার মাধ্যম য কান নাট জাল কিনা তা বুঝা যাব অতি সহজই।

 

এই পাওয়ার ব্যাংকটিত আরও রয়ছ ৫০০০ এমএএইচ পর্যÍ শক্তি ধারণ ক্ষমতা। এছাড়াও এই পাওয়ার ব্যাংকটিক এমনভাব তরি করা হয়ছ যার ফল এত কান দাগ কিংবা আচড়ঁ পর না

১১৭গ্রাম ওজনর এই পাওয়ার ব্যাংকটিত রয়ছ ৯৯*৪৩*২২ এমএম ডাইমনশন এবং ডিসি ৫ভি/১.০এ ইনপুট ও ভিসি ৫ভি/১.০এ আউটপুট। এক বছরর ওয়ারটি সহ এই পাওয়ার ব্যাংকটির মূল্য মাত্র ৭৫০ টাকা। পাওয়া যাছ গ্লাবাল ব্র্যান্ড এর য কান শাখায় অথবা অনুমাদিত ডিলার হাউজ।

আরও বিস্তারিত জানত যাগাযাগ করুন: ০১৯৭৭৪৭৬৫৫৩