দুপুর ১২টায় শুরু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৮ ১০:৪২:৩৫

৫৫৪ ক্রিকেটার নিয়ে পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু’তে আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
প্রতিযোগী দলগুলো নিলামের মাধ্যমে না হলেও, ড্রাফট সিস্টেমে পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার দলে টানা সুযোগ পাবেন। ইতোমধ্যে চারজন করে ক্রিকেটার আগের মৌসুম থেকেই ধরে রেখেছে বিপিএলের দলগুলো। এছাড়াও এই চারজনের বাইরে থেকে আরও দুইজন করে বিদেশী খেলোয়াড়ের সাথে চুক্তি করে রেখেছে তারা। তবে ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব নিয়ে সংশয় থাকায় চট্টগ্রাম ভাইকিংসের ধরে রাখা খেলোয়াড় তালিকা পাওয়া যায়নি।
প্লেয়ার্স ড্রাফটে দেশি খেলোয়াড়ার ১৮৬ জন, বিদেশি ৩৬৮ জন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত ১০ জন দেশি খেলোয়াড় নিতে হবে। চাইলে সর্বোচ্চ ১২ জন নিতে পারে তারা। তবে বিদেশি খেলোয়াড় ৯ জনের বেশি নিতে পারবে না।
বড় তারকাদের মধ্যে মুশফিকুর রহিম কোনো দল পাননি। গত মৌসুম শেষই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পরবর্তী মৌসুম তথা টুর্নামেন্টের ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের হয়ে আর খেলবেন না বলে মনস্থির করেন। তবে আসন্ন বিপিএলে কোনো দল পাননি মুশফিক। কোনো আইকন বা এ প্লাস গ্রেডের ক্রিকেটার না থাকা চিটাগাং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স তার প্রতি আগ্রহ দেখালেও শেষপর্যন্ত কোনো ঐক্যমতে পৌঁছতে পারেনি দুই পক্ষ। ফলে রোববারের প্লেয়ার্স ড্রাফটে অন্যান্য সব খেলোয়াড়ের মতোই উঠবে মুশফিকের নামও।
আইকন ক্রিকেটারসহ যাদের ধরে রেখেছে ৬ দল
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (আইকন), সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক, মোহাম্মদ সাইফউদ্দীন
সিলেট সিক্সার্স : লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন, সোহেল তানভীর
রংপুর রাইডার্স : মাশরাফি বিন মর্তুজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রেথওয়েট, আরিফুল হক
রাজশাহী কিংস : মোস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, মুমিনুল হক







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











