সিঙ্গাপুরের অন্যতম আধুনিক হেল্থ কেয়ার সেবা প্রদানকারী হাসপাতাল ফেরার পার্ক হসপিটাল (এফপিএইচ), বাংলাদেশি ডাক্তার ও সাধারণ মানুষের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের করতে ২০১৬ সাল থেকে বিশেষজ্ঞদের বাংলাদেশে নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় মানুষ যেসব সাধারণ রোগে আক্রান্ত হয়ে থাকে, সেগুলোর নতুন চিকিৎসা পদ্ধতি ও সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন ফেরার পার্ক হসপিটালের অবসটেটরিক অ্যান্ড গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ ডা. সিন্ডি প্যাং এবং বাংলাদেশি অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ মুশফিকুল সিদ্দিক।
সম্প্রতি রাজধানীর উত্তরা ক্লাবে অভিজ্ঞতা বিনিময়ের এই সেশনটি অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তৃতা করেন ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল আনোয়ার লিটন। দর্শক শ্রোতা, কমিউনিটি এবং ডাক্তারদের অসাধারণ সাড়া এসেছে এই সেশনে। এটি গত ৩ বছর ধরে এফপিএইচ এর সঙ্গে বাংলাদেশী কমিউনিটির সুসম্পর্কেরই বহিঃপ্রকাশ।
বাংলাদেশের প্রায় ৫০% নারী গর্ভকালীন ইউটেরিন ফাইব্রয়েডস-এ আক্রান্ত হয়ে থাকেন। এই রোগের প্রধান চিকিৎসা সাধারণত সার্জারীর মাধ্যমেই হয়ে থাকে। এই রোগের চিকিৎসায় ফেরার পার্ক সম্প্রতি নতুন একটি প্রযুক্তির ব্যবহার শুরু করেছে, যার মাধ্যমে আল্ট্রাসাউন্ড করানোর সময় তাপ ব্যবহার করে টিউমারগুলো ধ্বংস করে দেওয়া যায়। এই প্রযুক্তি ব্যবহারের ফলে চিকিৎসা পদ্ধতি খুবই সহজ হয়ে যায়।
নারীরা সাধারণ যে ধরনের স্ত্রীরোগে ভোগেন সেসব বিষয় নিয়ে ডা. প্যাং তার অভিজ্ঞতা বিনিময় করেন এবং তাদের সেই সুযোগ রয়েছে বিশেষ করে যদি তারা সর্বত্তোম গর্ভধারণ ক্ষমতা রাখতে চায়। ডা. সিদ্দিকের রয়েছে স্পাইন সার্জারি বিষয়ে বিশেষ অভিজ্ঞতা। ব্যাক পেইন সম্পর্কে তিনি তার অভিজ্ঞতা বিনিময় করবেন। এর সম্ভাব্য কারণ এবং তার চিকিৎসা সম্পর্কে তিনি জানাবেন। যদি কারো ক্রোনিক ব্যাক পেইন থাকে তাহলে কি সার্জারিই করতে হবে?
বাংলাদেশের মানুষের জন্য এই হসপিটালে চমৎকার সেবার ব্যবস্থা রয়েছে। এখানে বাংলাদেশী অতিথিদের জন্য রয়েছে কনসিয়ার্জ সার্ভিস, যাতে থাকছে বাঙালী খাবারের আয়োজন। এছাড়াও বাংলাদেশীদের জন্য এফপিএইচ তিনি অনুমোদিত ভিসা এজেন্ট নিযুক্ত করেছে, যার মাধ্যমে ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সেবা দিবে এজেন্সিগুলো।