আইপিওতে আসছে কৃষিবিদ ফিড লিমিটেড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৬:৪৩:২৩

ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে কৃষিবিদ ফিড লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপক ও কর্পোরেট অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করার জন্য মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।
আজ ৩০ অক্টোবর এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান কার্যালয় ১১১ কাজী নজরুলইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকায় কৃষিবিদ ফিড লিমিটেডের পক্ষে চেয়ারম্যান ড. আলী আফজাল এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ চুক্তি স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোঃ মনিরুজ্জামান এফসিএ, কৃষিবিদ ফিড লিমিটেড, আব্দুল্লাহ সালেহ আরেফিন, ইস্যু ব্যবস্থাপক ও কর্পোরেট অ্যাডভাইজর, এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













