বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৮-১১-০১ ০৯:০৮:০২

ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচিত হলো। বুধবার ‘স্ট্যাচু অব ইউনিটি’র উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই মূর্তিটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের। গুজরাট রাজ্যের রাজপিপলা অঞ্চলে নর্মদা বাঁধের কাছে গড়ে তোলা হয়েছে এই মূর্তি। এটি নির্মাণ করতে নিযুক্ত হয়েছিলেন তিন হাজারেরও বেশি শ্রমিক।
প্রাথমিকভাবে এই মূর্তি গড়ার খরচ নির্ধারণ হয় তিন হাজার কোটি টাকা। পরে বিখ্যাত প্রকৌশলী সংস্থা লারসেন অ্যান্ড টুবরো এই দায়িত্ব পেলে খরচ কমে দাঁড়ায় ২,৯৮৯ কোটি টাকা।
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। দৃঢ় নেতৃত্বগুণের কারণে তার নাম হয়ে গেছে সর্দার বল্লভভাই প্যাটেল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












