১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ৯৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পেয়েছে ০৪২০২২৪ নম্বর। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা ০০৭৫৩৭৪, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা ০৩২৮৬৪২ ও ০৬৮৫৭৫৫, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা ০৫২৪২৩৯ ও ০৫৮৩১১০।
বুধবার (৩১ অক্টোবর) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজার সভাপতিত্বে কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
পঞ্চম পুরস্কার (৪০টি নম্বর) ১০ হাজার টাকা করে পাবে ০০০৭৫৯১, ০২৯০৭৭৮, ০৪৮০৫৩৪, ০৬৭১৭৬১, ০৮৩৮০৫৭, ০০৩৯৮৯০, ০৩০৮৭৩২, ০৪৮৮০৯৮, ০৬৮৫৮৪৭, ০৮৯১৪৬২, ০০৭২৪২৭, ০৩৯৩০৭৫, ০৫২৬১৮৪, ০৬৯৩৩৭৮, ০৯১৩৫৯২, ০০৭৫৬৮৯, ০৪২২০৩৬, ০৫৩২২৮৯, ০৭৪১১৯৩, ০৯২৬২৪৪, ০১১২২৫৪, ০৪৩০০২১, ০৫৭২৯৯৯, ০৭৬৮১২৮, ০৯৩৪৮৪০, ০১১৮৩৫৪, ০৪৫২৫৫০, ০৬৫০৩৪০, ০৭৭৮৪০৫, ০৯৫২১৭৮, ০২১৫৫২৫, ০৪৫৬৭৩১, ০৬৫৩২৩৯, ০৭৯৪৩৬০, ০৯৮২১৬৫, ০২৬৬৩৬৭, ০৪৬৭৮৮৮, ০৬৫৩৯৮০, ০৮১৫৯৮৪ ও ০৯৮৮৭৭৯।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এ ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৫৩টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ এবং গক এই ‘ড্র’-এর আওতাভুক্ত। প্রত্যেক সিরিজে ৪৬টি করে মোট পুরস্কার ২ হাজার ৪৩৮টি।