বাণিজ্য সম্প্রসারণে বাধাগুলো দূর হলে বাংলাদেশ আরো দ্রুত এগিয়ে যাবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়া মিরাকল।
ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (ইসক্যাপ) এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দ্বাদশ কনফারেন্সের এক আলোচনায় এসব কথা বলেন থাইল্যান্ডে সফররত বাণিজ্যমন্ত্রী। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
‘ওয়ান বেল্ট ওয়ান রোড, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ, রিজিওনাল কনফ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, আসিয়ান ইকোনমিক কমিউনিটি অ্যান্ড আদার রিজিওনাল ইনিসিয়েটিভ’ শীর্ষক প্যানেল আলোচনায় তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ চমৎকার। বাংলাদেশের রপ্তানি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে্।
মন্ত্রী বলেন, “সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর শূন্য হাতে বাংলাদেশের যাত্রা শুরু। সে সময় বাংলাদেশ ৬৮টি দেশে ২৫টি পণ্য রপ্তানি করে আয় করত মাত্র ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। আজ বাংলাদেশ ১৯৬টি দেশে ৭২৯টি পণ্য রপ্তানি করে আয় করছে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার।” বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আগামী ২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “সরকার দেশের রপ্তানি বৃদ্ধির জন্য পরিকল্পনা মোতাবেক রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছে। এখন প্রয়োজন বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি।”
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইসক্যাপ বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারপারসন দাতুক সিরি মোহাম্মদ ইকবাল রাওদার, ইউএনএসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি ড. শামশাদ আখতার।
কি-নোট উপস্থাপন করেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সমকিড জাতুশ্রিপিতাক এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।
সানবিডি/ঢাকা/রাআ