ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪২ শতাংশ বা ২ টাকা ৩ পয়সা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ২৫ টাকা লেনদেন হয়েছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২ শতাংশ বা ৩৬ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- বীচ হ্যাচারি, বিডি অটোকার্স, পিপলস ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্টরিজ, তুংহাই নিটিং, ফ্যামিলি টেক্স ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।