টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দৃশ্যমান উন্নয়ন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশটা আমাদের সকলের, দেশের ভাগ্য পরিবর্তনে এখন সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই মিলে দেশটাকে গড়তে হবে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
এর আগে, সন্ধ্যায় ৬টা ২০ মিনিট থেকে গণভবনে প্রবেশ করতে থাকেন ঐক্যফ্রন্ট এবং আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা। পরে সন্ধ্যা ৭টার দিকে ব্যাংকুয়েট হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরপরই সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী তার সূচনা বক্তব্যে নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, , আওয়ামী লীগ ৯ বছর দশ মাস ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছে, তা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর বিবেচনার ও বিচারের ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম।