মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
তালিকাভুক্ত কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্সের অভাব রয়েছে-ডিএসইর এমডি
প্রকাশিত - নভেম্বর ১, ২০১৮ ৮:১০ পিএম
তালিকাভুক্ত কোম্পানির জন্য কর্পোরেট গভর্ণ্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভর্ণ্যান্স যত ভাল সে কোম্পানি তত বেশি প্রবৃদ্ধি অর্জন করে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট গভর্ণ্যান্স পরিপালন নিশ্চিতকরণের মাধ্যমে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুনিশ্চিত করা যায়। এই বিষয়ে বিশেষভাবে নজর দেয়া প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. মাজেদুর রহমান ।
বৃহস্পতিবার ডিএসইর ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী “কমপ্লায়েন্স ইন কর্পোরেট গভর্ণ্যান্স বাই লিস্টেড কোম্পানিজ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণের কারণে শেয়ারের বর্ধিত চাহিদা মেটাতে প্রতিবছর নতুন নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে। কিন্তু তালিকাভুক্ত এসব কোম্পানিতে কর্পোরেট গভর্ণ্যান্সের অভাব রয়েছে, এতে করে অনেক কোম্পানিই ক্ষতির সম্মুখিন হচ্ছে। প্রকারান্তে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। আর পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। আর এজন্য ডিএসই পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সাথে এক সাথে কাজ করছে।
প্রশিক্ষণ কর্মশালায় সিঙ্গার বাংলাদেশ লিঃ এর পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) ও কোম্পানি সচিব মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস এবং বিএসইসি পরিচালক মোঃ আবুল কালাম সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ মিসেস হোসনে আরা পারভিন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.