মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস : রংপুরে ডাক্তারসহ আটক ৭
প্রকাশ: ২০১৫-০৯-২২ ১৮:০৬:৪৬
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রংপুরে ডাক্তার, শিক্ষকসহ সাতজনকে আটক করেছে র্যাব-১৩।
সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৩ জন শিক্ষক, ৩ জন ডাক্তার এবং একজন কোচিং সেন্টারের পরিচালক।
এরা হলেন, ডা শরীফুল হাসান অন্তু, ডা. মোস্তাফিজুর রহমান পাভেল, ডা. জিল্লুর রহমান রনি। এরা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার।
এছাড়াও আটকরা হলেন, এ ওয়ান কোচিং সেন্টারের শিক্ষক জামিল উদ্দীন, আতিকুর রহমান আদিল, সাজরাতুল ইয়ামিন রানা ও প্রাইমেট মেডিকেল কোচিং সেন্টারের পরিচালক মন্জুর রহমান।
মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুরে অবস্থিত র্যাব-১৩ এর সদস্যরা এ তথ্য জানিয়েছেন।