বাংলাদেশে প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গতকাল শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
২০১৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন বার্নিকাট। আর বাংলাদেশে দায়িত্ব পালনের মধ্য দিয়েই ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিতে চলেছেন তিনি। মাত্র কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন মার্শা বার্নিকাট।
গত মঙ্গলবার বিদায় উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বার্নিকাট বলেন, সমৃদ্ধির পথে এগিয়ে চলা এক অপার সম্ভাবনার বাংলাদেশকে দেখে যাচ্ছি। বাংলাদেশিদের অনন্য বৈশিষ্ট্য হলো সারল্য। এই মানুষগুলোর কথা চিরদিন মনে থাকবে। আমি যেখানেই যাব সেখানে বাংলাদেশের সফলতার কথা বলব। এই দেশ ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। এজন্য আমি বাংলাদেশকে ‘গুড বাই’ না বলে বাংলায় বলতে চাই, ‘আবার দেখা হবে’।
প্রসঙ্গত, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ইতিমধ্যে আর্ল রবার্ট মিলারের নিয়োগ চূড়ান্ত হয়েছে। আগামী ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।