সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৩০ দশমিক ০৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫.০৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, এক্সিম ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস, খুলনা পাওয়ার কোম্পানি, এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও অ্যারামিট সিমেন্ট লিমিটেড।