এল ক্লাসিকোতেও ফিরছেন না মেসি!

আপডেট: ২০১৫-১১-০৩ ২১:৪৭:২৬


a.espncdn.com_89323হাঁটুর ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি। তাই প্রশ্ন উঠেছে, আগামী ২১ নভেম্বরের এল ক্লাসিকোতে তার খেলা নিয়ে।  বার্সেলোনা খুব করে চাইছে, এ ম্যাচে ফিরে আসুক তাদের এক নম্বর তারকা। কিন্তু আদৌ কি সম্ভব?

গত ২৬ সেপ্টেম্বর লিগে পালমাস ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। মনে করা হয়েছিল, ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে তার সেরে উঠতে। কিন্তু ছ’সপ্তাহ চলছে এখনো ঠিকমতো দৌড়াতেই পারছেন না বার্সার মহাতারকা। তাই কীভাবে এল ক্লাসিকো খেলবেন তা নিয়ে অনেক প্রশ্ন।

একশভাগ ফিট না হলে মেসিকে মাঠে নামিয়ে কোনরকম ঝুকিও নিবে না বার্সেলোনা। তাই ধারণা করা হচ্ছে, ২১ নভেম্বরের এল ক্লাসিকোতে মেসির খেলার সম্ভাবনা ক্ষীণ।

সানবিডি/ঢাকা/রাআ