শরীয়তপুর জেলার সখিপুর থানায় গতকাল সোমবার দুপুর ১.৩০ মিনিটের সময় মোটরসাইকেলের চাপায় দুই শুশু নিহত হয়েছে। স্থানীয়
নয়ন শরীফ সরকার কান্দি এ ঘটনা ঘটে। নৈমুদ্দিন সরকার কান্দি গ্রামের বাসিন্দা বাবু বেপারীর ছেলে নিহত জুনায়েদ (৫) ও আব্দুর রহমান (৩)। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন- তারা হলেন, নিহত জুনায়েদের মা রহিমা বেগম (৩২) ও হাসান বেপারী (১৮)।
আহত হাসান বেপারী জানায়, সোমবার দুপুর ১.৩০ মিনিটে বাবু বেপারীর স্ত্রী রহিমা বেগম তাদের দুই ছেলেকে নিয়ে নয়ন শরীফ সরকার কান্দি বাবা বাড়ি থেকে নৈমুদ্দিন সরকার কান্দি তার শশুর বাড়ির দিকে যাচ্ছিলো। যাওয়ার সময় রাস্তার পাশে দাড়িয়ে হাসান বেপারীর সাথে কথা বলতেছিল। এ সময় মুন্সি কান্দির বাসিন্দা রহমত উল্যাহ সরকারের ছেলে বরকত আলী (১৮) দ্রুত গতির একটি পালসার মোটোরসাইকেল তাদের উপর উঠিয়ে দেয়। তখন আশেপাশে থাকা সবাই তাদেরকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
তবে কর্তব্যরত চিকিৎসক তখনই জুনায়েদ (৫)কে মৃত বলে ঘোষনা করে এবং অন্যান্যদের শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করে।
পরে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পর বিকেলে আব্দুর রহমান (৩) এর মৃত্যু হয়। আহতরা বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে রহিমা বেগমের অবস্থা আশঙ্কা জনক। এ ঘটনায় সমগ্র সখিপুর থানায় শোক এর ছায়া নেমে এসেছে। সবার কাছে নিহতদের মার সুস্থতারজন্য দেয়া চাওয়া হয়েছে।