ইউসিবির ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৭:১০:৪৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ৮০০ কোটি টাকার ফ্লটিং রেট নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৬৬৩তম সভায় বন্ডটির প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।
জানা গেছে, বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, কুপন-বেয়াঅরিং ফ্লটিং রেট, আনসিকিউর্ড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড।
বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টায়ার টু এর ক্যাপিটাল বেইজ শক্তিশালী করবে।
বন্ডের ট্রাস্টি হিসাবে এমটিবি ক্যাপিটাল কাজ করছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












