হবিগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-০৭ ০৭:৪৩:১৮


হবিগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) লিড ব্যাংক হিসেবে হবিগঞ্জে বিভিন্ন ব্যাংকের সম্মিলিত আয়োজনে “স্কুল ব্যাংকিং কন্ফারেন্স ২০১৮” আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সংসদ সদস্য, এ্যাডভোকেট মো. আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল হাসিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর হেড অব এসএসই ও রিটেইল ব্যাংকিং, তারেক রিয়াজ খান। এই সম্মেলনে গাজীপুরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫০০ শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
এর বাহীরে কন্ফারেন্স-এ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং এমটিবি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খন্দকার রহিমুজ্জামান, হেড অব রিটেইল বিজনেস  তৌফিকুল আলম চৌধুরী, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার আজম খানসহ বাংলাদেশ ব্যাংক, এমটিবি এবং  হবিগঞ্জের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ব্যাংকিং সম্পর্কে সাধারন ধারনা ছাড়াও সঞ্চয় করার প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেশমূলক বক্তব্য প্রদান করা হয়।