ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্ট এলাকায় এক শিল্পপুলিশের কনস্টেবলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অপর এক পুলিশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্টে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মুকুল। আহতের নাম নূর আলম।
পুলিশ জানায়, আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল মুকুল ও নূর আলম। হঠাৎ দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে ওই দুই কনস্টেবলকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান। আহত নূর আলমের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।
এদিকে, মারাত্মক আহত পুলিশ কনস্টেবল নূর আলমকে দেখতে শিল্পপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গেছেন।
সাভার থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।