ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য করেই পাকিস্তান অধিকৃত কাশ্মিরের (পিওকে) মধ্যে দিয়ে লাহোর-কাশগর বাস সেবা চালু করে দিল পাকিস্তান।
সোমবার গভীর রাতে লাহোরের গুলবার্গ থেকে চীনের জিনজিয়াংয়ের কাশগরের উদ্দেশে যাত্রা করে প্রথম বাস। পিওকে’র গিলগিট, বাল্টিস্তান হয়ে গন্তব্যে পৌঁছাতে ৩০ ঘণ্টা সময় লাগার কথা।
বাস চালুর পর কোনো প্রতিক্রিয়া না জানালেও আগেই এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল নয়াদিল্লি। অন্যদিকে ইসলামাদ ও বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অঙ্গ হিসেবেই এই বাস সেবা চালু করা হলো।-আনন্দবাজার পত্রিকা।