পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি,১৫-সেপ্টেম্বর,১৫ সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৪৩ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ৪৩ দশমিক ৭৫ শতাংশ বা ০৭ পয়সা।