সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী কিশোর ফুটবলারদের ৪ লাখ টাকা করে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে দক্ষিণ এশিয়াজয়ী কিশোরদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি দলের ২৩ খেলোয়াড়ের প্রত্যেকের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী দলের কোচ ও অফিসিয়ালদের দিয়েছেন ২ লাখ টাকা করে।
এ সময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কিশোর ফুটবলারদের ডিনার করিয়েছেন এবং তাদের আগামীতে আরো ভালো খেলার উপদেশ দিয়েছেন।
৩ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। লাল-সবুজ জার্সিধারী কিশোররা সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল টাইব্রেকারে ৪-২ গোলে।
গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ গোলে এবং নেপালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিশোর সাফে এটি বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। ২০১৫ সালে সিলেটে প্রথমবারের মতো বাংলাদেশ কিশোর সাফে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। সে ফাইনালের ফলও নির্ধারণ হয়েছিল টাইব্রেকারে।