একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
এদিকে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। শিরীন শারমিন চৌধুরী রংপুর পীরগঞ্জ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি জনপ্রিয় বড় দল। এ দলের মননোনয়ন ফরম সংগ্রহে আগ্রহীর সংখ্যা বেশি।
তিনি জানান, এ বছর ৫ হাজার টাকা বাড়িয়ে মননোনয়ন ফরমের মূল্য করা হয়েছে ৩০ হাজার টাকা। আটটি বুথ থেকে এ মননোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
কাদের বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। তফসিল ঘোষণার পর আন্দোলনের কর্মসূচি দেয়া সংবিধান পরিপন্থি।