নাহির ইপিএস বেড়েছে ৪২%

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১০ ১৮:৪৬:২২


পুঁজিবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালমোনিয়াম লিমিটেডের ২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪২ দশমিক ৪২ শতাংশ।
আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জুলাই ‘১৮ থেকে সেপ্টেম্বর’১৮ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৬৬ টাকা। এ হিসেবে ইপিএস বেড়েছে ২৮ পয়সা বা ৪২ দশমিক ৪২ শতাংশ।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫.৭২ টাকা।