এবার রবীন্দ্র চলচ্চিত্রে বন্যার গান

প্রকাশ: ২০১৫-১১-০৪ ১২:০৭:১১


bonnভারত-বাংলাদেশের প্রযোজনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে ছবি নির্মাণ হচ্ছে। আর সেখানে থাকবে রবীন্দ্রসংগীত। তাই গানে কে কণ্ঠ দেবেন, এমন ভাবনার আগেই যেন চলে এসেছিল রেজওয়ানা চৌধুরী বন্যার নাম। আর ছবির দৃশ্যধারণের আগেই হয়েছে এর গানের রেকর্ডিং। চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝিতে গানে কণ্ঠ দিয়েছেন বন্যা। গেয়েছেন ‘তবু মনে রেখ’ গানটি।

বন্যা বললেন, ‘রাজা নারায়ণ দেব গানটির সংগীতায়োজন করেছেন। তখন ঝটিকা সফরে কলকাতায় গিয়েছিলাম। তবে গানটির কাজ বেশ ভালো হয়েছে। ছবিতে আমার গাওয়া এই একটি গানই থাকবে।’

জুলাই মাসেই বন্যার পাশাপাশি এ ছবিতে অন্য একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেন অনুপম রায়৷ তখন সেখানে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

রেজওয়ানা চৌধুরী বন্যা এর আগেও বেশ কটি ছবিতে গান গেয়েছেন। তবে তার একটি গল্পও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প-কবিতাকেন্দ্রিক ছিল না। এর আগে তিনি বাংলাদেশে খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’, কলকাতার ঋতুপর্ণ ঘোষের ‘সব চরিত্র কাল্পনিক’সহ আরও একটি ছবিতে গান গেয়েছেন।

এবার জেনে নেওয়া যাক নতুন এ চলচ্চিত্রটির আদ্যোপান্ত। ছবির নাম ‘হঠাৎ দেখা’। যৌথ প্রযোজনার এ নির্মাণের প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ভারতের রেশমী পিকচার্স। এতে কেন্দ্রীয় চরিত্র আছেন দুই বাংলার দশর্কপ্রিয় অভিনয়শিল্পী; কলকাতার দেবশ্রী রায় ও ঢাকার ইলিয়াস কাঞ্চন। ছবিটি পরিচালনা ঢাকার শাহাদাৎ হোসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমী মিত্র।

বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের রেলস্টেশনে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হচ্ছে। চলবে চারদিন। আর এতে অংশ নিতে ছবির অভিনেত্রী দেবশ্রী ও পরিচালক রেশমীসহ অন্যান্য শিল্পীরা বুধবার ঢাকায় আসছেন।

সানবিডি/ঢাকা/এসএস